Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খুলনায় প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো

খুলনা ব্যুরো

জুলাই ৭, ২০২৪, ০১:১৩ এএম


খুলনায় প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় শেখ রবিউল ইসলাম রবি (৪২) নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

শনিবার রাত ১০টার দিকে মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মোড়ে তাকে গুলি করা হত্যা করা হয়।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত কুমার সাহা বলেন, ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গত ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং ২০১৬ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

ইএইচ

Link copied!