Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪,

খেলতে গিয়ে বন্যার পানি কেড়ে নিলো ১ শিশুর প্রাণ!

নকলা (শেরপুর) প্রতিনিধি:

নকলা (শেরপুর) প্রতিনিধি:

জুলাই ৭, ২০২৪, ১০:৫৭ এএম


খেলতে গিয়ে বন্যার পানি কেড়ে নিলো ১ শিশুর প্রাণ!

শেরপুরের নকলায় কলা গাছের ভেলা দিয়ে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে হাফেজি পড়ুয়া রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার উরফা ইউনিয়নের হাসখিলা উত্তরপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং তারাকান্দা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা দিয়ে খেলতে যায়। কয়েক ঘন্টা অতিবাহিত হলেও সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় তাকে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকাবসীকে জানান দেন। এক পর্যায়ে গভীর গর্তের (কুড়ের) পাশে রিফাতের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সবাই কুড়ের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা পানির নীচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো পানিতে ডুবে শিশু মৃতের বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো বলেন, ‘বর্তমানে প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। এমনকি নীচু এলাকার প্রতিটি বাড়ির আশেপাশের জমিতেও পানি জমা হয়েছে। জমানো পানিতে ডুবে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই পানিতে পড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি শিশুর পরিবারের লোকজনকে অধিক সচেতন থাকতে হবে।’ বিশেষকরে শিশু ও বৃদ্ধের প্রতি বাড়তি খেয়াল রাখতে তিনি অনুরোধ জানান।

বিআরইউ

Link copied!