Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বৃক্ষরোপণ পারে তীব্র তাপপ্রবাহ থেকে আমাদেরকে রক্ষা করতে: এমপি তৌফিক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৩:৫৪ পিএম


বৃক্ষরোপণ পারে তীব্র তাপপ্রবাহ থেকে আমাদেরকে রক্ষা করতে: এমপি তৌফিক

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, একমাত্র বৃক্ষরোপণ পারে তীব্র তাপপ্রবাহ থেকে আমাদেরকে রক্ষা করতে।

রোববার সকালে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের উদ্যোগে মারিয়া বিসিক শিল্পনগর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আশা করবো কিশোরগঞ্জের ন্যায় সারাদেশে কৃষকলীগ যাতে সব জায়গায় বৃক্ষরোপণ করে। কারণ গাছ একটা অতিপ্রয়োজনীয় জিনিস। আপনারা ইদানীং দেখছেন যে অতিরিক্ত তাপমাত্রা অনেক তাপমাত্রা বেড়ে গেছে এই বৃক্ষই রোপণ করলে একমাত্র পথ যে তাপমাত্রা প্রশমিত করতে পারে। আমরা আহ্বান জানাবো সারাদেশে শুধু কৃষকলীগ না আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই যেন এই মাসটাতে বৃক্ষরোপণ করে।

কর্মসূচিতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, একদিকে যেমন বৃষ্টির প্রভাব তেমনি তীব্র তাপদাহ। এই তাপদাহ থেকে বাঁচতে সবাইকে গাছ লাগাইতে হবে।

জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি মোহাম্মদ আকবর আলী চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাকসুদুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ডক্টর হাবিবুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, বাংলাদেশ কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন।

এ সময় কর্মসূচিতে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করা হয়।এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন প্রমুখ।

ইএইচ

Link copied!