Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খালার সঙ্গে দেখা করতে এসে প্রাণ গেল শিশুর

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৪:২৭ পিএম


খালার সঙ্গে দেখা করতে এসে প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে৷

রোববার সকাল ১১টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু তুহিন পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল উপজেলার নিধার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তার খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকরি করতো। এদিন সকালে শিশু তুহিন মায়ের সাথে তার খালার সাথে দেখা করতে আসে৷ ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী ইটবাহী একটি লড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!