Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ১

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৫:১২ পিএম


ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ১

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. আব্দুলকে (৫৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

শনিবার থানার ওসি মো. সাইদুল ইসলামের নির্দেশে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত মো. আব্দুল ওরফে আবদুল্লাহকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ডাকাত মো. আব্দুল ওরপে আবদুল্লাহ নোয়াখালী জেলাধীন সুধারাম উপজেলার মনসাদপুর গ্রামের দাই বাড়ির আলী আহমদের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় নোয়াখালী জেলার সুধারাম উপজেলা থেকে ডাকাত আব্দুলকে গতকাল রাতে গ্রেপ্তার করে রোববার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা স্বীকার করেছে ডাকাত আব্দুল্লাহ।

ইএইচ

Link copied!