Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফরিদপুর মেডিকেলে ফটো সাংবাদিককে আটক

পরিচালককে প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য মন্ত্রীকে স্মারকলিপি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৬:১৮ পিএম


পরিচালককে প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য মন্ত্রীকে স্মারকলিপি

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, সেবা গ্রহীতাদের হয়রানি, সংবাদকর্মীর সাথে অসদাচরণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।

এ সকল ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরকে প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর  ফরিদপুরের সংবাদকর্মীদের স্মারকলিপি।

রোববার দুপুরে ফরিদপুরের কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলসহ সিনিয়র সংবাদকর্মীরা।

ইএইচ

Link copied!