Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চিকিৎসকদের টেস্ট বাণিজ্য থেকে বেরিয়ে আসার আহ্বান এমপির

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৭:১৬ পিএম


চিকিৎসকদের টেস্ট বাণিজ্য থেকে বেরিয়ে আসার আহ্বান এমপির

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।

রোববার দুপুরে কাউকে না জানিয়ে হঠাৎ করে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

এ সময় এমপি এনামুল হক বাবুল হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু কর্নার, পুরুষ ও মহিলা ওয়ার্ড, শিশু ও প্রসূতি ওয়ার্ড, প্রতিবন্ধী সেবা, ওটি, মেডিক্যাল অফিসারদের অফিস, ওষুধ প্রদান কেন্দ্র, এক্সরে-ইসিজি, প্যাথলজিসহ সেবা নিতে আশা রোগী ও রোগীর পরিবারদের সঙ্গে কথা বলেন। তাদের সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না সে বিষয়েও খোঁজখবর নেন।

এছাড়াও হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, ওষুধি ও ফুলের বাগান করার জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। কোনো প্রকার অনিয়ম ও প্রাইভেট ক্লিনিকের দালাল দৌরাত্ম্য রোধে কর্তৃপক্ষের শক্ত অবস্থান সৃষ্টির পরামর্শ দেন তিনি।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। সরকার উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই রোগীদের সঙ্গে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। টেস্ট বাণিজ্য থেকে বেরিয়ে এসে মানসম্মত সেবাদান করার আহ্বান জানিয়ে হাসপাতাল পরিদর্শন শেষ করেন তিনি।    

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, আরএমও ডা. আলীমুর রাজিব, ডা. মাহমুদুর রহমান রিজভী, আওয়ামী লীগ নেতা ও নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, আওয়ামী লীগ নেতা আনোয়ার শেখ প্রমুখ।

ইএইচ

Link copied!