Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভোলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৭:৪৫ পিএম


ভোলায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ভোলার বোরহানউদ্দিনে শুরু হয়েছে আলী আজম মুকুল এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় আসর।

রোববার বিকাল ৪টায় বেলুন উড়িয়ে এমপি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।

তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও মাদকের হাত থেকে দূরে রাখতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে  বলে মন্তব্য করেন এমপি।

বোরহানউদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি আব্দুল জব্বার মিয়া কলেজ মাঠে উদ্বোধনী খেলায়  বোরহানউদ্দিন উপজেলা মুখোমুখি হয় তজুমদ্দিন উপজেলা।

উদ্বোধনী খেলায় ১-১ গোলে ড্র হয় ম্যাচ। ভোলা জেলার ৬টি উপজেলা এই টুর্নামেন্ট অংশ নিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান, বোরনউদ্দিন উপজেলার চেয়ারম্যান জাফর উল্ল্যাহ চৌধুরী, পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলার চেয়ারম্যান মোহাব্বতজান চৌধুরী, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটনসহ আরও অনেক।

এ সময় স্থানীয় সংসদ আলী আজম মুকুল বলেন, এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্যদিয়ে আজ বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে মিলনমেলায় রূপ নিয়েছে।

ইএইচ

Link copied!