নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৪, ০৮:০৪ পিএম
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৪, ০৮:০৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলমের বিরুদ্ধে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
রোববার সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন ওই ইউনিয়নের চরলাপাং গ্রামের আবদুর রহিম।
বিষয়টির প্রতিকার চেয়ে আবদুল রহিম গত ২ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদলত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এ ব্যাপারে ঘটনার অন্যতম সাক্ষী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, চেয়ারম্যান আমাকে ও আরও গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখেই টাকা ধার নেয়। রহিমকে নিরীহ পেয়ে এখন টাকা দিতে অস্বীকার করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে আবদুর রহিম বলেন, নির্বাচনের খরচের জন্য সে যে আমার নিকট থেকে ১০ লাখ নিয়েছে তার সাক্ষী রয়েছে। নির্বাচনের কিছুদিন পর ৩ লাখ টাকা দেয়। বাকি টাকা দেবো দিচ্ছি করে অবশেষে গত কয়েকদিন আগে বাকি ৭ লাখ টাকা দিবে না বলে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
ইএইচ