Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আমি দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দিবো না: এমপি জাকির

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৮:১৪ পিএম


আমি দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দিবো না: এমপি জাকির

‘আমি দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দিবো না’ বলে মন্তব্য করেছেন এমপি জাকির হোসেন সরকার।

রোববার মিঠাপুকুর উপজেলা বেগম রোকেয়া অডিটরিয়ামে কাবিখা-কাবিটা, টিআর, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রকল্পের নগদ অর্থ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়নের এলজিডির আইডিভূক্ত সমস্ত কাঁচা রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ, স্কুলকলেজ ও মাদরাসার অ্যাকাডেমিক ভবন নির্মাণসহ শান্তির মিঠাপুকুর গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মুলতাসিম বিল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার প্রমুখ।

ইএইচ

Link copied!