Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ১ জনের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

জুলাই ৭, ২০২৪, ০৯:৪৮ পিএম


মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ১ জনের

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজির চেইন মাস্টার শাজাহান আলী (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি খরনা ইউনিয়নের হরিণগাড়ী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি টেঙ্গামাগুর সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার ছিলেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোর-রংপুর মহাসড়কের টেঙ্গামাগুর সিএনজি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাজাহান আলী মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এমন সময় নন্দীগ্রামমুখী দুইজন আরোহীসহ দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাজাহান আলীর মৃত্যু হয়। মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গিয়ে আহত গুরুতর হন।

পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মোটরসাইকেল আরোহীদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় কুন্দার ফাঁড়ি পুলিশ জানান, নিহত ব্যক্তির প্রাথমিক ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইএইচ

Link copied!