Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৫ জনের

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী প্রতিনিধি

জুলাই ৮, ২০২৪, ০৯:৫৯ এএম


নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৫ জনের

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী।

তিনি জানান, ভোরে মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি।’

নিহত পাঁচজনের সবাই পুরুষ। তবে কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা জানিয়েছেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

ইএইচ

Link copied!