Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বামনায় প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনা (বরগুনা) প্রতিনিধি

জুলাই ৮, ২০২৪, ০২:৫১ পিএম


বামনায় প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বরগুনার বামনায় ২ হাজার ৮০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা (এমপি) বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

পরে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল-ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশেষ অতিথি বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার নাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন, রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জমাদ্দার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.কামরুল ইসলাম।

ইএইচ

Link copied!