Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

বরিশালে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুলাই ৮, ২০২৪, ০৪:২২ পিএম


বরিশালে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ মিছিল

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, শ্রমিক কর্মচারীসহ সকল শ্রমজীবী মানুষদেরকে রেশনিং সুবিধা প্রদান করা করা ও শ্রমিকদের চাঁদা বা প্রিমিয়াম বিহীন পেনশন সুবিধা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল নগরীতে এক শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমন্বয় পরিষদের সভাপতি এস.এম জাকির হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় এ সময় বক্তারা দাবি জানিয়ে বলেন- অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করা, নিয়োগপত্র, সার্ভিস বই, প্রভিডেন্ট ফান্ড গ্রায়েচুটি, পূর্ণাঙ্গ উৎসব বোনাস, নারী শ্রমিকদের বেতনসহ ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি প্রদান, সকল শ্রমজীবী মানুষদেরকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি রেশনের মাধ্যমে প্রদান করা, প্রতিমাসে জেলেদের ৬ কেজি চাল ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনে নিষেধাজ্ঞা শিথিল করাসহ ভারত বাংলাদেশ ও মায়ানমারে একই সাথে নিষেধাজ্ঞা আরোপ করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার শয্যা ও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ করাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান শ্রমিক নেতৃবৃন্দ।

পরে ২৫টি সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুনরায় সদররোড এসে শেষ হয়।

ইএইচ

Link copied!