Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেহেরপুরে গণপূর্ত বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর প্রতিনিধি:

জুলাই ৯, ২০২৪, ০১:৪৫ পিএম


মেহেরপুরে গণপূর্ত বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মেহেরপুর জেলা সদরে গণপূর্ত বিভাগে সামাজিক বনায়ন কর্মকাণ্ডের আওতায় বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা গণপূর্ত বিভাগের গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন পতিত স্থানে বিভিন্ন জাতের বৃক্ষরোপণের এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল।

অনুষ্ঠানে সভাপতি করেন, জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জামাল উদ্দীন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. হারুন-অর-রশিদ, অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণপূর্ত বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শম্ভু রাম পাল বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন-বাংলাদেশের এক ইঞ্চি জায়গায়ও যেন ফাঁকা না থাকে এই বর্ষা মৌসুমে ফলজ্ব, বনজ্ব, গাছ লাগাতে হবে। সেই হিসেবে আমরা আজ থেকে মেহেরপুর জেলার গণপূর্ত বিভাগের আওতায় যে সকল পতিত স্থান আছে সেখানে গাছ লাগাবো এবং প্রায় ১২০০ পিস ঔষধি, ফলজ্ব, বনজ্ব, গাছ লাগানো হবে।’

বিআরইউ 

Link copied!