রাউজান প্রতিনিধি:
জুলাই ৯, ২০২৪, ০৪:১৫ পিএম
রাউজান প্রতিনিধি:
জুলাই ৯, ২০২৪, ০৪:১৫ পিএম
চট্টগ্রামের রাউজান উপজেলায় হালদা নদীর একটি সংযুক্ত খালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (৯ জুলাই) রাত ১০টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।
পরিবার সূত্র জানা যায়, সোমবার বিকালে জাল নিয়ে খালে মাছ ধরতে ঘর থেকে বাহির হয় সাইফুল। সন্ধ্যায় বাড়ি না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে তার সন্ধান পায়নি। পরে এলাকার লোকজন তার মরদেহ রাত ৯ টার দিকে খালে ভাসতে দেখলে তার মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহ বলেন, ওই কিশোরের নাক দিয়ে রক্ত ঝড়ছিল। তাই প্রশাসনকে জানানো হয়েছে। তবে পরিবারের লাশ পাওয়ার বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার।
মঙ্গলবার এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিআরইউ