Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রবাসীকে হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৩:১৪ পিএম


প্রবাসীকে হত্যাচেষ্টার প্রধান আসামি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে প্রবাসী মিজানুর রহমানকে (৩২) কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামানকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

মঙ্গলবার রাতে রাজধানীর শাহবাগ থানার মৎস্য ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি নুরুজ্জামান শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের জিওসী (বিন্দুবাড়ী উত্তরপাড়া) গ্রামের নূরুল ইসলামের ছেলে। ঘটনার পর সে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে আদালতে পাঠায়।

ভিকটিম প্রবাসী মিজানুর রহমান (৩২) একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে। তাকে হামলার তিন মাস আগে সে ছুটিতে বাড়িতে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা ও শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, রাতেই আসামিকে শ্রীপুর থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইএইচ

Link copied!