Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনার নতুন পুলিশ সুপার মো. আ. আহাদ

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

জুলাই ১০, ২০২৪, ০৩:৩৭ পিএম


পাবনার নতুন পুলিশ সুপার মো. আ. আহাদ

পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বিপিএম, পিপিএম (বার) নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

যোগদানের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমে তিনি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বঙ্গবন্ধু চত্বরে’ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ লাইনস্ পরিদর্শন করেন।

পাবনার বিদায়ী পুলিশ সুপার আকবর আলী মুনসী সম্প্রতি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে পাবনার পুলিশ সুপার হিসেবে আকবর আলী মুনসীকে পাবনায় বদলি করা হয়। প্রায় ১ বছর ১০ মাস তিনি পাবনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ২৩ জুন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসপি পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয় তার মধ্যে পাবনার এসপি আকবর আলী মুনসীর নাম ছিল।

পাবনার ১২৪তম এসপি হিসেবে যোগদান করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ বিপিএম, পিপিএম (বার)।

ইএইচ

Link copied!