Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

রামগড়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৪:৩৮ পিএম


রামগড়ে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ সুমি খাতুন (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রামগড় থানার একটি চৌকস দল রামগড় থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও মূলতবি গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভাস্থ রামগড় বাজার শান্তি বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে আসামি সুমি খাতুনের হেফাজতে থাকা একটি কালো রঙের লাগেজের ভেতর রক্ষিত অবস্থায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সুমি খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়।

সুমি খাতুন (২৬) মাগুরা জেলার শ্রীপুর থানার বরালিদহ গ্রামের মো. কালু মোল্লার মেয়ে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!