Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যশোরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৪:৫১ পিএম


যশোরে ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোরে আকিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে যশোর শহরের মুজিব সড়কের মডেল মসজিদের গলির ভিতরে এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে।

নিহত আকিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ফলের দোকান রয়েছে। গতকাল রাত ৮টার দিকে একজন মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর আর বাড়ি ফেরেনি। পরে পুলিশের মাধ্যমে খবর পান আকিকুলের লাশ উদ্ধার হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, গতকাল রাত নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অসুস্থতাজনিত মৃত্যু তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইএইচ

Link copied!