Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রতারণার মামলায় গ্রেপ্তার আসামি কারাগারে

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৫:২০ পিএম


প্রতারণার মামলায় গ্রেপ্তার আসামি কারাগারে

প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার আলিরজাহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. আব্দুল্লাহ কক্সবাজার পৌরসভার আলিরজাহাল এস এম পাড়ার ফরিদুল আলম শিকদারের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন (ওসি) শাকিল আহমেদ আমার সংবাদকে বলেন, ‘প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. আব্দুল্লাহকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিতে নানা কৌশলের আশ্রয় নেন। তবে শেষমেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ইএইচ

Link copied!