Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৬:৪৮ পিএম


নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জ জেলা যুবদলের আনন্দ মিছিল

নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার বিকালে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

জেলা শহরের পৌরসভা মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখলা ময়দানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল,পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন,ইটনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম অপু প্রমুখ।

এ সময় আনন্দ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!