Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্রাহ্মণপাড়ায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জহিরুল হক রাসেল, কুমিল্লা

জুলাই ১০, ২০২৪, ০৮:২২ পিএম


ব্রাহ্মণপাড়ায় সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার  উদ্বোধন

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ ’গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগান প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আয়োজন করে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে ভগমান সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫-(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের।

বিশেষ অতিথি হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ মেলায় ফলজ বনজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন করা হয়। বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তৈয়ব অপি। ভাইস চেয়ারম্যান মো. নাজমুল হাসান শরীফ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা

পৃথা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইদ্রিস মিয়া মাস্টারসহ দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷।

আরএস

 

 

 

 

 

 


 

Link copied!