Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জুলাই ১০, ২০২৪, ০৮:৪৭ পিএম


চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৪ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

বুধবার আলমডাঙ্গা বিটিম মাঠে বেলা ৩টার দিকে উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গণু।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, আলমডাঙ্গা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীন, কে এস মাহমুদ শাহরিয়ার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

উদ্বোধনী খেলায় বাড়াদি ইউনিয়ন আইলহাঁস ইউনিয়নের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে| উদ্বোধনী খেলায় আইলহাঁস ইউনিয়ন বারাদি ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে।

ইএইচ

Link copied!