Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুই সন্তানকে খুন করে পাশেই বসে ছিলেন মা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ১২:১৫ এএম


দুই সন্তানকে খুন করে পাশেই বসে ছিলেন মা

ঘরের দরজা ভেঙে মাদারীপুরে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে নিজ সন্তানদের হত্যার ঘটনায় অভিযুক্ত মা তাহমিনা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে মাদারীপুর শহরের সবুজবাগ এলাকায় নিহত শিশুদের নানার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো– পালং থানাধীন পশ্চিম সারেং গ্রামের হালিম খানের ৩ বছর বয়সি মেয়ে জান্নাত ও ১ বছর বয়সি ছেলে মেহরাজ।

নিহত দুই শিশুর নানা তারা মিয়া সরদার বলেন, ‘তাহমিনা অনেকদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তাকে চিকিৎসাও করানো হয়েছে। আমার দুই নাতি ও নাতনিকে কিভাবে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে হত্যার মূল কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ইএইচ

Link copied!