Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কক্সবাজারে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ১১, ২০২৪, ১১:৪৩ এএম


কক্সবাজারে পাহাড় ধস, শিশুসহ নিহত ২

কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০), পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজারে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, কক্সবাজারে শহরের বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসে এই পর্যন্ত দুইজনের মৃত্যু সংবাদ শুনেছি। এবং আর যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রস্তুত আছে।

বিআরইউ

Link copied!