Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নেত্রকোণা মডেল থানার আবুল কালাম

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুলাই ১১, ২০২৪, ০২:২৩ পিএম


ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নেত্রকোণা মডেল থানার আবুল কালাম

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার সকাল ১০টায় নেত্রকোণা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম (বিপিএম সেবা), ময়মনসিংহের পুলিশ সুপার মো. মাসুম আহমেদ ভূঞা, বিপিএম, পিপিএম, জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুরের পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম, নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম ও রেঞ্জের উর্দ্ধতন কর্মকর্তাসহ জুন/২৪ মাসে পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ অফিসাররা।

সভায় ডিআইজি শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএমের কাছ থেকে ময়মনসিংহ রেঞ্জের জুন মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে নেত্রকোণা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনিসুর আসেকিন শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তের ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

এছাড়াও জঙ্গি অভিযানের জন্য নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম (সেবা) বিশেষ পুরস্কার গ্রহণ করেন।

ইএইচ

Link copied!