Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হরিরামপুরে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৩:৩৭ পিএম


হরিরামপুরে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা 
জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

মূল্য তালিকা ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় নয়ন বেকারিকে ১০ হাজার এবং মেয়াদত্তীর্ণ ওষুধ রাখায় মাহিন হোমিও হেলথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসাদুজ্জামান রুমেল বলেন, মূল্য তালিকা ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় ও মেয়াদত্তীর্ণ ওষুধ রাখায় অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!