Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৪:০০ পিএম


মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, যুবক নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলার চরআলিমাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে দুপক্ষের সংঘর্ষে সাজ্জাদ হাওলাদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের স্বপন হাওলাদার ও কালু হাওলাদারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই অংশ হিসেবে সকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে সাজ্জাদ হাওলাদার নামে এক যুবক মারাত্মক আহত হয়।

আহত অবস্থায় প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ নিহত হয়।

কালকিনি থানার এসআই নুর মোহাম্মদ জানান, নিহত সাজ্জাদের সাথে থাকা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা সাজ্জাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ইএইচ

Link copied!