Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

রাসেলস ভাইপার থেকে সুরক্ষায় কৃষকদের মাঝে গামবুট বিতরণ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৪:৫৬ পিএম


রাসেলস ভাইপার থেকে সুরক্ষায় কৃষকদের মাঝে গামবুট বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে। দেশব্যাপী সাম্প্রতিক সময়ে আলোচিত বিষাক্ত রাসেলস ভাইপার সাপসহ নানা ধরনের বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় কৃষকদের মাঝে ওই গামবুট বিতরণ করা হয়।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি কাজকে সমুন্নত রাখার লক্ষ্যে কৃষকদের সুরক্ষার কৌশল হিসেবে গামবুট ব্যবহারে তাদের উৎসাহিত করতে ওই বুট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষককে ৪০ জোড়া বুট প্রদান করে।

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা কৃষি অফিসার মো. খোকন উজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গোয়ালন্দ উপজেলা প্রশাসন চরাঞ্চলের কৃষকদের মাঝে ১০০ জোড়া বুট বিতরণ করে।

এ বিষয় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সাম্প্রতিক সময়ে আলোচিত রাসেলস ভাইপার সাপ ও অন্যান্য বিষাক্ত পোকামাকড় থেকে সুরক্ষায় গোয়ালন্দের কৃষকদের মাঝে এ নিয়ে ১৪০ জোড়া গামবুট বিতরণ করা হলো।

ইএইচ

Link copied!