Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৫:৪৮ পিএম


মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময়

ময়মনসিংহের ভালুকায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আলীনূর খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম রফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদসহ সহকারী শিক্ষা অফিসারবৃন্দ।

আলোচনা সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম রফিক মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় ও বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

ইএইচ

Link copied!