Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে কবর থেকে ৫টি কঙ্কাল চুরি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৫:৫৩ পিএম


মধুপুরে কবর থেকে ৫টি কঙ্কাল চুরি

টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের বেঙ্গাইকুড়ী এলাকার একটি কবরস্থানে ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

আলোকদিয়া ইউনিয়নের বেঙ্গাইকুড়ী এলাকার কবরস্থান থেকে দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৫টি লাশের কঙ্কাল  চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।

ওই এলাকার আমজাদ আলী জানান, ফজরের নামাজ পড়ে এলাকার কয়েকজন কবর জিয়ারত করতে গিয়ে দেখে কয়েকটি কবর খোঁড়া এবং কবরের মাটি এলোমেলো।

আমজাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে অনেকগুলো কবর খোঁড়া দেখতে পাওয়ার খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখি ৫ টি কবর খোঁড়া ও কবরে কোনো লাশ ও কঙ্কাল নেই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চুরি হয়ে যাওয়ার লাশের কবরগুলো ঘিরে ভিড় করছে এলাকার মানুষ।

এদিকে, যাদের লাশ চুরি হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইএইচ

Link copied!