Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফেনীতে লুণ্ঠিত মালামালসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৭:৫৯ পিএম


ফেনীতে লুণ্ঠিত মালামালসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

ফেনীতে লুণ্ঠিত মালামালসহ ৬ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ তথ্য জানান।

এর আগে বুধবার দিবাগত রাতে ফেনী পৌর এলাকার পশ্চিম রামপুর কন্ডাক্টর বাড়ি সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের কাছ থেকে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের ছিনতাইকৃত ২ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে ১ লক্ষ ৪১ হাজার ৬০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফেনী সদর উপজেলার রামপুর এলাকার অস্থায়ী বাসিন্দা মৃত আল মামুনের ছেলে মো. সাব্বির হোসেন (২৪), পুরাতন পুলিশ কোয়ার্টার সোহরাব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক(২২), হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বির হোসেন গত বুধবার (১০ জুলাই) অপর আসামি রেদোয়ান, মাসুম, আরমান, জাকিরসহ বর্ণিত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজের বহনকৃত টাকাগুলো ছিনতাই করার পরিকল্পনা করে।

সেই পরিকল্পনা মোতাবেক রেদোয়ান ঘটনার দিন সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার ছিলোনিয়া সিএনজি স্ট্যান্ড থেকে তার পূর্ব পরিচিত সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিমের সহিত ঘটনার বিষয়ে পরামর্শ করে ওই সিএনজিযোগে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত মাসুম, আরমান, জাকিরের নিকট আসে।

এ সময় তারা ৪ জন নাম্বার বিহীন সিএনজিটি নিয়ে ঘটনাস্থল শহরের পশ্চিম রামপুর কন্ট্র্ক্টার বাড়ির সংলগ্ন পাকা রাস্তায় দাঁড়িয়ে ভিকটিম বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজে জন্য অপেক্ষা করতে থাকে।

বেলা অনুমান ১০টার দিকে মামলার বাদী ভিকটিম আব্দুল আজিজ তার ব্যবহৃত মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে আসলে রেদোয়ান, মাসুম, আরমান, জাকির মুখে মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভিকটিমের মোটরসাইকেলে গতিরোধ করে মাসুম ভিকটিমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ভিকটিমের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বর্ণিত সিএনজি যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

অভিযানে সাব্বিরের হেফাজত থেকে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯০ হাজার, রাজ্জাকের নিকট থেকে ৩ হাজার ২০০, মাসুম থেকে হাজার ৮৬০ টাকা, রেদোয়ানের কাছ থেকে ১৮ হাজার টাকা, আরমানের নিকট থেকে ২০ হাজার এবং সিএনজি ড্রাইভারের নিকট থেকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪১ হাজার ৬০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

একই সাথে ছিনতাইয়ের কাজে নাম্বার বিহীন সিএনজিটিও উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!