Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৯:০২ পিএম


ধনবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ধনবাড়ী ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দী দক্ষিণপাড়া গ্রামের খোরশেদুজ্জামান বিদ্যুৎ, একই গ্রামের আব্দুর রাজ্জাক চানু ও মো. রায়হানকে।  

জানা গেছে, ধনবাড়ী থানা পুলিশ তাদের দেহ তল্লাশি করে তিন জনের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। তারা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা সেবন এবং বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে মাদক আইনের মামলায় ৩ জনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।  

ধনবাড়ী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, আমি যতদিন এ থানায় দায়িত্বে আছি মাদকের সাথে কোন আপোষ নেই, এ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!