Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিরপুর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৯:১২ পিএম


মিরপুর উপজেলা পরিষদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া মিরপুর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ পরবর্তী উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতে উপজেলা থেকে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম সাথে অফিস প্রধানের সাথে পরিচিত হন।

এ উপলক্ষ্যে মিরপুর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেসা, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল করিম,  মালিহাদ ইউনিয়ন চেয়ারম্যান আকরাম হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, আমলা ইউনিয়ন চেয়ারম্যান একলেমূর রেজা সাবান, ধুবইল ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব রহমান মামুন, ছাতিয়ান ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মী।

ইএইচ

Link copied!