Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ২

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৯:২২ পিএম


মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ২

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদসহ চাঁন মিয়া (৩৫) ও মো. আজম ফারুককে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১টি সিএনজি জব্দ করে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মানিকছড়ি থানার একটি চৌকস দল মানিকছড়ি থানা এলাকায় ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২ ব্যক্তি সিএনজিতে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ পরিবহন করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে।

এ সংবাদের প্রেক্ষিতে মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে মো. চাঁন মিয়া (৩৫) ও মো. আজম ফারুককে (১৯) ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।

আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামিদেরকে বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে।

ইএইচ

Link copied!