Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটির মতবিনিময়

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

জুলাই ১১, ২০২৪, ০৯:৩৭ পিএম


রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটির মতবিনিময়

রাঙামাটি জেলা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

পরিচিতি সভায় নবগঠিত রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন ও সাধারণ সম্পাদক সোহাগ চাকমাসহ কমিটির সকল সদস্যরা পরিচয় এবং অনুভূতি প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ছাত্রলীগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করবে। মাদক নির্মূল্যে ক্যাম্পেইন করবে। বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবে। মেধা ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গঠন ও বেকার সমস্যা দূরীকরণে কাজ করবেন।

জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে মতবিনিময় ও পরিচিতি সভায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল আলম সাইদুল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক অর্কপল তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ চাকমা, মেডিকেল কলেজ শাখার সভাপতি তন্ময় চৌধুরী, সাধারণ সম্পাদক আয়াদ শরিফ সিরাজ সহ নব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!