Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

অফিস সহায়ক সাজেদুলকে এলাকাবাসী মনে করতেন বড় কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৪, ১২:০১ এএম


অফিস সহায়ক সাজেদুলকে এলাকাবাসী মনে করতেন বড় কর্মকর্তা

পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ১৭ জনের একজন অফিস সহায়ক মো. সাজেদুল ইসলাম (৪১)। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মৃত সামছুল আলমের ছেলে। তবে গ্রামের লোকজন তাকে তেমন একটা চেনেন না। অনেকেই তাকে পিএসসির বড় কর্মকর্তা বলে জানতেন।

আবদুল বারী বাবলু নামে স্থানীয় এক বাসিন্দা জানান, সাজেদুলরা চার ভাই-বোন। সবার জন্মস্থান ঢাকায়। তাদের সবার পড়াশোনাও ঢাকায়। তার বাবা চাকরির কারণে ঢাকায় থাকতেন। তার বোন মুন্নিকে সিলেট বিয়ে দিয়েছেন। মুন্নি ও তার স্বামী পররাষ্ট্র মন্ত্রণালয়ে নন ক্যাডারে চাকরি করেন। চাকরি পাওয়ার পর সাজেদুল এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।

চরবাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, সাজেদুল ইসলামের মূল বাড়ি চরক্লার্ক ইউনিয়নের আবদুর রব বাজারের পাশে। আমার ওয়ার্ডে তারা নতুন বাড়ির জন্য জায়গা কিনেছে। এটা তার নানার বাড়ির এলাকা। তার বাবা জীবিত থাকাকালীন তার মায়ের জন্য জমিটি কিনেছিলেন বলে জেনেছি। বর্তমানে বাড়ির কাজ ধরার পরিকল্পনা ছিল।

ইএইচ

Link copied!