Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

জুলাই ১২, ২০২৪, ০৩:৪৭ পিএম


সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১

বরগুনার তালতলীতে সরকারি ত্রাণ ও পাট মেলায় কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক জাকির হোসেন মাসুদ (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তালতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী ওয়ারেজ তালুকদার।

এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেপ্তার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার জাকির হোসেন মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রতারক জাকিরের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ইএইচ

Link copied!