Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শেরপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

জুলাই ১২, ২০২৪, ০৫:২৯ পিএম


শেরপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন ছুরিকাঘাত করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিন্তু তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকাল ১০ টায় শেরপুর পৌর শহরের বারদুয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত আলাল শেখ (৩৫) শহরের উত্তরসাহা পাড়া এলাকার আফজাল শেখের ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক। তাকে ছুরিকাঘাত করার দায়ে আদনান হাবিব (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি শহরের শান্তিনগর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আহত আলাল শেখ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আদনানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!