Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৩৫বছর পর নয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি:

জুলাই ১৩, ২০২৪, ১১:২৭ এএম


৩৫বছর পর নয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে ৩৫ বছর পর নয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাতে ঢাকা খুলনা টুথপাড়া এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই আঃ জলিল ও এএসআই মুনছুর আলমের নেতৃত্বে উপজেলার বালিপাড়া গ্রামের মৃত সোহরাব মাতুব্বরের ছেলে আব্দুল হাকিম কে গ্রেপ্তার করেন।

থানা সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানার হত্যা চেষ্টায় মামলার জিআর ১২১/৮৭ ধারা ৩০৭/৩১৩ পেনাল কোড অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নয় বছরের সাজা প্রধান করেন। এরপর থেকে ৩৫ বছর পলাতক ছিলেন।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহীম খলিলকে এসআই আঃ জলিল ও এএসআই মুনছুর আলম গ্রেফতার করেন। শনিবার আদালতে প্রেরণ করা হবে।

বিআরইউ

Link copied!