Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নবাবগঞ্জে ৭ নারী ও পুরুষকে সাপের কামড়

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০৩:১৮ পিএম


নবাবগঞ্জে ৭ নারী ও পুরুষকে সাপের কামড়

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ৭ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শিশু, বয়স্ক মহিলা ও পুরুষ রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রোকেয়া জানায়, গত দুই দিনে সাপের কামড়ে ভর্তি রোগীরা হলেন, যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্র খোলা গ্রামের অরুনা কবিরাজ, ছোট তাসুল্যা গ্রামের মারুফ, তেলেঙ্গা গ্রামের ফজলুল করিম, সোনাবাজু গ্রামের সামসুল মন্ডল, হরিস্কুল গ্রামের ফিহা, শিকারি পাড়ার নুসরাত আক্তার, জয়কৃষ্ণপুরের তুলি। তবে তারা সবাই শঙ্কা মুক্ত আছেন এখন।

সাপের কামড়ে আক্রান্ত চন্দ্রখোলা গ্রামের ফিহা আক্তার (২২) বলেন, রাতে ঘরে ঘুমিয়ে ছিলাম। একটি কালো রঙের সাপ কামড় দেয় আমার হাতে। আমি বিষয়টি বুঝতে পারি। আমাকে সাপে কামড় দিয়েছে। সাপটি কামড় দিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন ভালো আছি।

অপরদিকে শিশু নুসরাত আক্তার (১১) বলেন, শুক্রবার সন্ধ্যায় পাশের বাড়িতে যাচ্ছিলাম এ সময় রাস্তায় সাপ আমার পায়ে ছোবল দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে আসে। পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, সাপের ছোবলে আক্রান্তরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ভালো আছেন সবাই। বৃষ্টি ও বর্ষা মৌসুমে সবাইকে সতর্ক থাকতে হবে।

ইএইচ

Link copied!