Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পূবাইলে ছয় কেজি গাঁজাসহ ভাইবোন আটক

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০৮:৫৮ পিএম


পূবাইলে ছয় কেজি গাঁজাসহ ভাইবোন আটক

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার তাহের মিয়ার কন্যা ফাতেমা আক্তার কল্পনা(২৮) ও পুত্র মো. আল-আমিন (২৫) এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতাররা বাসে করে ভৈরব থেকে টঙ্গী গাঁজা নিয়ে যাচ্ছিলেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে পূবাইল থানার চৌকস অফিসার এস আই হুমায়ুন কবির তাদের গ্রেফতার করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের পূবাইল বাজার রেলক্রসিং এর সামনে চেক পোস্ট বসাই আসামিরা চেক পোস্ট দেখে বাস থেকে নেমে পড়ে মহিলার হাতে বাজারের ব্যাগ ও তার ভাইয়ের কাঁধে ব্যাগ থাকায় আমার সন্দেহ হয় পরবর্তীতে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, গ্রেফতাররা দুইজনই সম্পর্কে আপন ভাই বোন তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে গাঁজা সংগ্রহ করে পূবাইল হয়ে টঙ্গী এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা বাসে করে বিভিন্ন যানবাহনে লুকিয়ে অভিনব কায়দায় মাদককারবারি কর‍তো

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা রুজু হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আরএস

Link copied!