Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নীলফামারীতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৩:১০ পিএম


নীলফামারীতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস (২০২৪) উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফারুক-আল-মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মো. মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা, জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, নীলফামারী মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন।  

এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!