Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে পূবালী ব্যাংকের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৩:৪০ পিএম


বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে পূবালী ব্যাংকের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে টানা তিনবারের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে পূবালী ব্যাংকের উদ্যোগে দেখার হাওর পারে পানিবন্দি ৫ শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

চাল, ডাল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল এবং প্রিন্সিপাল অফিস প্রধান চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান, শাবি শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েট শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংক সিলেটের পশ্চিমাঞ্চল প্রধান মোহাম্মদ মোশাহিদ উল্লাহ প্রমুখ।

এ সময় চৌধুরী   মোহাম্মদ শফিউল হাসান বলেন, পূবালী ব্যাংক সব সময় বন্যা আক্রান্ত মানুষের পাশে আছে। বন্যা কবলিতদের পাশে দাঁড়ানো সবার কর্তব্য। সমাজে যারা বিত্তবান তাদেরও উচিত বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা। যার যার অবস্থানে থেকে পানিবন্দিদের সাহায্য করলেই কবলিত মানুষের দুঃখ অনেকটা লাঘব হয়ে যাবে। আমরা আজ বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

পর্যায়ক্রমে সিলেট বিভাগে ৫০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করবে পূবালী ব্যাংক বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!