Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কিশোরগঞ্জে পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৪:০৭ পিএম


কিশোরগঞ্জে পানিবন্দি অর্ধশতাধিক পরিবার

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে বাদে শোলাকিয়া এলাকায় পানিবন্দি হয়ে আছে অর্ধশতাধিক পরিবার।

বৃষ্টির পানি আটকে চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় স্বাভাবিক চলাফেরা করতে পারছেন না বাদে শোলাকিয়া গ্রামের অর্ধশতাধিক পরিবার।

গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে এ গ্রামের বাড়ির উঠানের রাস্তা।

অনেকের ঘরেও ঢুকেছে পানি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছে পরিবারগুলি। বাড়ির উঠানে ও চলাচলের রাস্তায় পানি উঠায় দুর্ভোগ তাদের পিছু ছাড়ছে না। ঘর থেকে বের হবার যেন উপায় নেই।

অনেককে দেখা গেছে, জুতা খুলে হাতে নিয়ে জামা-প্যান্ট ভিজিয়ে প্রায় হাঁটু সমান পানি ডিঙ্গিয়ে মেইন সড়কে আসতে।

স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, বৃষ্টির পানি আটকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও পানি নামার জায়গা বা ব্যবস্থা না থাকায় এমনটি হয়েছে। যার ফলে আমরা চলাফেরা করতে পারছি না। আজকে এক সপ্তাহ যাবত পানি ডিঙ্গিয়ে কাপড় ভিজিয়ে পড়ে মেইন সড়কে আসতে হচ্ছে।বাড়ি থেকে বের হওয়ার বা বাড়িতে ঢুকার উপায় নেই। চেয়ারম্যান মেম্বাররা খুব একটা খোঁজ না নেয়ার অভিযোগ ও করেন তিনি।

এ বিষয়ে মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, পানি নামার জায়গা না থাকায় হয়তো এমন অবস্থার সৃষ্টি হয়েছে। খোঁজখবর নিয়ে ওই এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখবো। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে ব্যবস্থা করা হবে যাতে পানি আটকে না থাকে।

ইএইচ

Link copied!