Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আমার সংবাদে প্রতিবেদন প্রকাশ

ফেনীতে দারুল আরকাম প্রকল্পে দুর্নীতি তদন্তে কমিটি

এস এম ইউসুফ আলী, ফেনী

এস এম ইউসুফ আলী, ফেনী

জুলাই ১৪, ২০২৪, ০৪:২১ পিএম


ফেনীতে দারুল আরকাম প্রকল্পে দুর্নীতি তদন্তে কমিটি

ফেনীতে ধর্ম মন্ত্রণালয়ের অধীন দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রকল্পে দুর্নীতি ও গাফলতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

রোববার ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, দৈনিক আমার সংবাদের অনলাইন সংস্করণ ও জেলার স্থানীয় একটি দৈনিক বুধবার ‘ফেনীতে সুফল মেলেনি প্রধানমন্ত্রীর দারুল আরকাম প্রকল্পে‍‍` শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

ওই প্রতিবেদনে প্রকল্পটির বরাদ্দে দুর্নীতি ও বরাদ্দ প্রাপ্তির পরও ব্যবহার না হওয়ার চিত্র উঠে এসেছে। সংবাদটি চোখে পড়ার পর ইসলামিক ফাউন্ডেশনের ফেনী জেলা কার্যালয়ের উপপরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্যাহকে ডেকে নেন জেলা প্রশাসক।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ দারুল আরকাম প্রকল্পে গাফলতি করায় উপপরিচালককে ভৎর্সনা করা হয়।
নির্ভরযোগ্য সূত্র আরও জানায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিলকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদকে সদস্য করা হয়েছে।

ইএইচ

Link copied!