Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক ১

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৪:২৮ পিএম


বোরহানউদ্দিনে ইয়াবাসহ আটক ১

ভোলার বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ ইয়াবাসহ (৯ হাজার ৮ শত পিস) মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা ১২টার দিকে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করে  অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে তাসরিফ নামে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ উপজেলার হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে ভোরের দিকে অভিযান পরিচালনা করে লঞ্চ থেকে নেমে একটি অটোরিকশায় করে আসা আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে তল্লাশি করে বোরহানউদ্দিন থানা পুলিশ তার কাছ থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে দায় শিকার করেন।

আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো. আজাহার মীরের ছেলে।

পরবর্তীতে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

ইএইচ

Link copied!