Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

আমার সংবাদের সাংবাদিক সানোয়ারের পিতার দাফন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৫:১৯ পিএম


আমার সংবাদের সাংবাদিক সানোয়ারের পিতার দাফন সম্পন্ন

দৈনিক আমার সংবাদ ও আনন্দ টিভির টাঙ্গাইলের মির্জাপুর  উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেনের পিতা আব্দুল সামাদ সিকদারের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়।

জানা যায়, শনিবার বিকালে সাংবাদিক সানোয়ারের পিতা সামাদ সিকদার অসুস্থ হয়ে পড়লে তাকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়ার পথে সাভার এলাকায় পৌঁছালে সামাদ সিকদার (৬৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১০টায় তাকে বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক গোরস্তানে দাফন করা হয়।

তার মৃত্যুতে মির্জাপুর প্রেসক্লাব, মির্জাপুর সাংবাদিক সংস্থা, মির্জাপুর মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, আ. লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আব্দুল সামাদ সিকদার বহুরিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইএইচ

Link copied!