Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

৫৩০ জন রোগী ফিরে পেলেন চোখের আলো

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

জুলাই ১৪, ২০২৪, ০৫:৪৭ পিএম


৫৩০ জন রোগী ফিরে পেলেন চোখের আলো

প্রতিবছরের ন্যায় এ বছরও বাগেরহাটের রামপাল ও মোংলাসহ আশপাশের উপজেলার ৫৩০ জন ছানি পড়া রোগী চোখের আলো ফিরে পেলেন। ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় এ শিবির পরিচালনা করা হয়েছে।

গত ১৭ মে বড়দিয়া হাজি আরিফ (র.) মাদরাসায় ছানিপড়া, নেত্রনালী ও চোখের মাংস বৃদ্ধিজনিত রোগীদের বাছাই করা হয়। বাছাইকৃত ছানিপড়া ৩৭৩ জনকে ঢাকা ডাচ আই হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, লেন্স সংযোজন ও ওষুধ সরবরাহ করা হয়।

এ ছাড়াও চোখের মাংস বৃদ্ধি, নেত্রনালী অপারেশনের জন্য বাছাইকৃত ১২৩ জনের মধ্যে ৮২ জনকেও বিনামূল্যে অপারেশন করা হয়।

এ বিষয়ে ঢাকা মেগাসিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, অন্ধত্ব প্রতিরোধ করা একটি মহৎ কাজ। এটা বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কার্যক্রম। সেই ২০০৯ সাল থেকে বাগেরহাটের বিভিন্ন উপজেলাসহ খুলনা ও পিরোজপুর জেলার রোগীরা অপারেশন করান এখান থেকে। আল্লাহর রহমতে আমরা রোগীদের সেবা করে আসছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরো বেশি ছানিপড়া রোগীদের চিকিৎসা সেবা সম্ভব। এজন্যে সকলকে এগিয়ে আসার অনুরোধ করেন।

ইএইচ

Link copied!